26 C
Kolkata
Monday, March 1, 2021
Entertainment "হেয়ারকাট ইজ ব্যাক ২.১"! খুদের চুল কাটার ভিডিও আবারও নেটদুনিয়ায়,আজব কাণ্ড দেখুন!...

“হেয়ারকাট ইজ ব্যাক ২.১”! খুদের চুল কাটার ভিডিও আবারও নেটদুনিয়ায়,আজব কাণ্ড দেখুন! মুহুর্তে ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া এমনই এক প্ল্যাটফর্ম যেখানে কোনোকিছু ভাইরাল হতে কয়েক সেকেণ্ড লাগে৷ উপরন্তু তা যদি কোনো ভিডিও হয়,তাহলে কথাই নেই৷ নিমেষে ট্রেন্ডিং(trending) হয়ে পড়ে৷

শিশুদের ভিডিও দেখতে মানুষ সবসময়েই ভীষণ ভালোবাসে৷ শিশুরা তাদের সরলতায় মন জিতে নেয় সকলের৷ তাদের আজব কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ার একটা বড়ো অংশ জুড়ে ছড়িয়ে থাকে৷

তেমনই এক একরত্তি,নাম অনুশ্রুত৷ তার কিউটনেসে মাত নেটিজেনরা৷ অনুশ্রুতকে কি আপনাদের মনে আছে? ওর কাণ্ড শুনলেই মনে পড়ে যাবে৷ চুল কাটতে গিয়ে নাপিতের সাথে তার কথোপকথন৷

নভেম্বর মাসে নেটদুনিয়া জুড়ে শুধু এই ভিডিওটিই ট্রেণ্ড করেছে৷ একরত্তি একটি ছেলে৷ চুল কাটতে গিয়ে তার কান্নায় মন ভরেছে সকলের৷ ভিডিওতে দেখা গিয়েছিল অনুশ্রুত চুল কাটতে গেছে একটি সেলুনে৷

কেন তার চুল বেশি কাটা হচ্ছে এই তার একমাত্র অভিযোগ৷ চোখের জলে ভাসিয়ে দিচ্ছে খুদে৷ ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই ভিউস বেড়েছে হু হু করে৷ সংখ্যাটা লক্ষ ছাড়িয়ে গিয়েছিল প্রায়৷

ফের একবার অনুশ্রুতের ভিডিও সামনে এসেছে৷ দু’মাস বাদে আবারও চুল কাটতে বসানো হয়েছে তাকে৷ কিন্তু একেবারেই মন নেই তার তা নিয়ে৷ চোখেমুখে প্রকাশ পাচ্ছে বিরক্তি৷

নাপিতের সাথে অনবরত কথা বলে চলেছে অনুশ্রুত৷ নাপিতকে তার প্রশ্ন যে সে কেন এসেছে নাগপুর,কেনই বা চুল কাটছে৷ এমনকি চুল বেশি কাটা হচ্ছে বলে নাপিতকে হুমকিও দেয় খুদে৷ সোজা বলে ,”নখ বসিয়ে দেবো৷”

চুল কাটা তখন প্রায় শেষের পথে ৷ হঠাৎই বলে ওঠে সে ,”এত হেয়ার কাটিং?” ছেলেবেলায় বেশিরভাগ শিশুই পছন্দ করে না চুল কাটতে যেতে৷ সেলুনে নিয়ে যাওয়া হবে শুনলেই মুখোচোখে ফুটে ওঠে বিরক্তি নয় আতঙ্ক৷ অনুশ্রুতের ভিডিও দেখে মুখে হাসি আট থেকে আশির৷

ভিডিওটি শেয়ার করেন তার বাবা অনুপ পেটকর৷ ক্যাপশন দেন ,”my baby Anushrut’s haircut is back – 2.1″
ব্যস হুহু করে ভাইরাল হয়ে যায় ভিডিওটি৷

এবারে অনুশ্রুত শেষমেষ আতঙ্কিত হয়ে নাপিতকে বলে,”ম্যায় টাকলু হো যায়ুঙ্গা৷” মানে তার মনের একমাত্র ভয় বেশি চুল কেটে ফেললে সে টাকলু হয়ে যাবে৷ একরত্তির মিষ্টি কথাবার্তায় আপ্লুপ নেটিজেনরা৷
অনুশ্রুতের প্রথম ভিডিওটি বহুল মাত্রায় ভাইরাল হয়৷

সুতরাং এবারের ভিডিও যে আরও ভাইরাল হবে তা আর বলার অপেক্ষা রাখে না৷ নভেন্বরে অনুশ্রুতের ভিডিও সর্বত্র জনপ্রিয় হয়েছিল৷ মুম্বাই পুলিশ করোনা সচেতনতা বাড়াতে এই ভিডিওটিকে ব্যবহার করেছিল৷

পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যম অনুশ্রুতের হেয়ার কাটের খবর দেখিয়েছিল”৷ ফলে সোশ্যাল মিডিয়ার বাইরের লোকজনও তাকে এখন এক ডাকে চেনে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read