আপনি কী খুব শীঘ্রই আপনার চাকরিটি বদলে (job transfer) ফেলতে চলেছেন? তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বদলে ফেলতে হবে প্রভিডেন্ট ফান্ডের (provident fund) টাকা।
শুধুমাত্র চাকরি বদলে (job transfer) ফেলা মানেই যে ছাড়া হাত-পা এমনটা নয়। এর সাথে কিন্তু বদলাতে হবে অনেক কিছুই।
চাকরি বদল (job transfer) করাটা যতটা সহজ তার সাথে জড়িয়ে থাকা সমস্ত কাজ গুলি বদল করা,
কিন্তু ততটাই সময় সাপেক্ষ (Time dependent) এবং দায়িত্ব সম্পূর্ণ (Responsibility)।
সেই সমস্ত কাজের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ (vital) কাজ হল প্রভিডেন্ট ফান্ড (provident fund),
অথবা পিএফ অ্যাকাউন্টেরও বদল (PF Account Transfer) করা।
আপনি নতুন একটি জায়গায় কাজের জন্য যাবেন সেখানে কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে আপনার প্রভিডেন্ট ফান্ডকেও (provident fund)।
সব সময় মাথায় রাখবেন চাকরি (job) মানে যে শুধুমাত্র একটি কোম্পানির (company) সাথে যুক্ত হওয়া এমনটা কিন্তু নয়,
এর সাথে জড়িয়ে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কাজ।
আর অন্যদিকে প্রভিডেন্ট ফান্ডের (provident fund) গুরুত্ব ঠিক কতটা সেটা চাকুরীজীবী মানুষকে নতুন করে বোঝানোর কোনো মানেই হয় না।
অনেক মানুষই রয়েছেন যারা চাকরি বদল করার সাথে সাথে নিজের পিএফকে (PF) কী করে বদল করবেন তা নিয়ে চিন্তায় থাকেন।
একই সাথে কিভাবে নিজের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্সকে (balance) পুরনো কোম্পানি থেকে নতুন কোম্পানিতে হস্তান্তর করবেন সে বিষয়ে চিন্তায় থাকেন অনেকে।
আজ থেকে এই বিষয়ে আর চিন্তায় থাকতে হবে না কোনরকম পেপার ওয়ার্ক (paperwork),
বা ইপিএফও-র (EPFO) অফিসে ছুটেই আপনি পিএফকে ট্রান্সফার (PF transfer) করতে পারবেন।
নিজের বাড়িতে বসেই এই কাজ সহজে সেরে ফেলতে পারেন ঠিক কীভাবে করবেন জেনে নিন।
আপনি যদি নিজের পিএফ এর টাকা ট্রান্সফার করতে চান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ,
যে জিনিসটি প্রয়োজন সেটি হল ইউনির্ভাসল অ্যাকাউন্ট নম্বর (UAN)।
এই নম্বরটি যদি আপনার কাছে থাকে তাহলে বাড়িতে বসে খুব সহজেই পিএফ এর টাকা ট্রান্সফার করতে পারবেন।
সবার প্রথমে ইউনির্ভাসল অ্যাকাউন্ট নম্বর (UAN) এবং পাসওয়ার্ড (Password) দিয়ে লগইন করতে হবে Unified Portal-এ।
এরপর আপনাকে ক্লিক করতে হবে ওয়ান মেম্বার – ওয়ান ইপিএফ অ্যাকাউন্ট-এ (one member-one EPF account)।
এবার যেহেতু আপনি নতুন জায়গায় চাকরিতে যোগ করছে তাই নিজের পার্সোনাল ইনফরমেশন (personal information)
এবং পিএফ অ্যাকাউন্ট ভেরিফিকেশন (PF account verification) করতে হবে।
তারপরে দেখবেন গেট ডিটেইলস অপশন (Gate Details option) রয়েছে সেখানে ক্লিক করুন।
এইখান থেকেই আপনি জানতে পেরে যাবেন যে আপনার প্রফিডেন্ট ফান্ডে ঠিক কত ব্যালেন্স রয়েছে।
এরপর ক্লেইম স্টেটাসে গিয়ে আপনি নিজের যেকোনো নতুন অথবা পুরনো একটি এমপ্লয়ারকে (To the employer) বেছে নিতে পারেন।
এত পর্যন্ত সমস্ত কাজটা সম্পূর্ণ করলে গেট ওটিপি অপশন পেয়ে যাবেন,
যেখান থেকে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে (Register Mobile Number) ভেরিফিকেশন কোড (Verification Code) যাবে।
সেটা দেওয়া হয়ে গেলেই আপনার পুরো কাজটি সম্পূর্ণ হয়ে যাবে।
আরো পড়ুন : কী ভাবে জাপানিদের (Japanese) স্কিন (skin) এতো সুন্দর হয় জানেন? জানতে পড়ুন!!!