টলি পারায় ফের করোনার হানা| এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রি সুদিপ্তা চক্রবর্তী|
এর আগে বেস কয়েক জন টেলি অভিনেতা ও আভিনেত্রি করোনায় আক্রান্ত হয়েছেন। এই তালিকায় জোগ হলেন সুদিপ্তা।
তিনি তাঁর ফেসবুক পোস্টে জানালেন তিনি করোনায় আক্রান্ত হোয়েছেন। তবে আপাতত ভয় এর কীছূ নেই তিনি এখন বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।
তিনি জানিয়েছেন তাঁর শরীরে তেমন কোণো সমস্যা নাই। শরীরে জ্বর নেই। গায়ে হাতে বেথা নেই। সুধু হাল্কা সর্দির উপসর্গ রয়েছে এবং নাক বন্দ রয়েছে।
তিনি বেশ কয়েকদিন ধরে খাওয়ারের স্বাদ পাছীলেন না। তিনি তাঁর ভক্তদের উদ্দেশে জানান পেনিক না করার জন্য।
তিনি তাঁর ভক্তদের উদ্দেশে লেখেন “জীবন সারপ্রাইজে ভর্তি। আমী কোভীড পোজেটীভ হোয়েছী। বন্ধুরা দয়া কোরে প্যানিক করবেন না, আমী বেশ ভালো আছি। এখোনো পর্যন্ত জ্বর নেই, গায়ে হাতে বেথা নেই। নিঃশ্বাস সংক্রান্ত কোনও সমস্যা এখনও নেই। শুধু নাক বন্দ এবং কোনরকম স্বাদ ও গন্ধ পাছিনা। ব্যাস এইটুকুই
আমার স্বামী এবং মেয় খুবই ভাল আছেন। তাঁদের কয়েকদিনের মধ্যে করোনা পরীক্ষা করা হবে। আমি বিগত ৪দিন ধরে একটি ঘরে
আমি গত ৪ দিন ধরে সম্পূর্ণ রুমে আছি এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়েছি। আমি শীঘ্রই ঠিক হয়ে যাবো, আমি নিশ্চিত।
তোমাদের সবার খেয়াল রেখো… নিরাপদ থাকুন !”