১৫ অগাস্ট ও ২৬ জানুয়ারী, এই দুই দিনই ভারতবাসীর কাছে খুব গুরুত্বপূর্ণ দিন। এই দু’টি দিনেই পতাকা তোলা হয়। কিন্তু দু’টি দিনের পতাকা তোলার মধ্যে বেশ পার্থক্য আছে।
১৫ অগাস্ট দেশ স্বাধীন হওয়ার জন্য পতাকা উত্তোলন হয়। অন্যদিকে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পতাকা ‘উন্মোচন’ করা হয়।
কেমন পার্থক্য?
স্বাধীনতা দিবসের দিন পতাকা নীচে থাকে। জাতীয় পতাকাকে ‘বন্দে মাতরম’ স্বর দিয়ে উপরে তোলা হয়।
অন্যদিকে গণতান্ত্রিক দিবসের দিন পতাকা উপরেই থাকে। কিন্তু মোড়া অবস্থায় থাকে। মোড়া পতাকা শুধু খুলে দেওয়া হয়।
কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসের দিন পতাকা তোলাকে ইংরেজি ভাষায় Hoist বলা হয়। যার অর্থ, উত্তোলন। অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের পতাকা তোলাকে Unfurl বলা হয়। যার অর্থ উন্মোচন।
১৫ অগাস্ট ভারত ব্রিটিশরাজ মুক্ত হয়েছিল। এই দিনই স্বাধীনতা পেয়েছিল ভারত। তাই পতাকা নিচে থেকে উপরে তোলা হয়।
অন্যদিকে ২৬ জানুয়ারি ভারত গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। তাই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতকে মেলে ধরার প্রতীক এই দিনকার পতাকা ‘উন্মোচন’।
পাশাপাশি ১৯৫০ খ্রীস্টাব্দের ২৬ জানুয়ারী ভারতের সংবিধানও কার্যকর হয়। যদিও এই দিনটি ভারতবাসী নিজের বেছে নেওয়া স্বাধীনতার দিন হিসেবে মান্যতা দিয়েছে। কারণ ১৫ অগাস্ট দিনটি লর্ড মাউন্ট ব্যাটেনের ঘোষিত দিন।
আরও পড়ুন : Diabetes : এই ৫ টি ফল সুগার নিয়ন্ত্রণে দারুণ কার্যকরী