বর্তমানে দেশজুড়ে সমস্তকিছুই হয়ে উঠছে অনলাইনকেন্দ্রিক৷ এর একমাত্র কারণ হল কোভিড পরিস্থিতি৷ অতিমারীর কারণে সোশ্যাল ডিসট্যান্সিং একটি গুরুত্বপূর্ণ পথ সুস্থ থাকার৷
ফলস্বরূপ অফলাইনে কিছু কাজের ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়াত ভিড়৷ যা এইমুহুর্তে একেবারেই উচিৎ নয় বলে মনে করছে চিকিৎসকরা৷ যদিও প্রতিষেধক এসেছে৷ ধীরে ধীরে তা দেওয়াও শুরু হয়েছে৷
তবুও সমস্ত সাধারণ মানুষকে টিকাকরণ করা সময়সাপেক্ষ৷ এই কারণে বেশিরভাগ সরকারি কাজ হচ্ছে অনলাইনে৷ এমনকি আজ থেকে শুরু হল ডিজিটাল ভোটার আইডি সরবরাহের প্রকল্প৷
নতুন বছরে ড্রাইভিং লাইন্সেস ইস্যুর ক্ষেত্রেও হতে চলেছে নয়া পরিবর্তন৷ গোটা প্রক্রিয়াই এবার থেকে হবে অনলাইনে(online)৷
ড্রাইভিং লাইন্সেসের যাবতীয় ক্ষেত্রে পরিবর্তন আনল কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক৷ বদল এসেছে রি—নিউয়াল ,ভেহিকেল রেজিস্ট্রেশন সহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে৷
ড্রাইভিং লাইন্সেস নতুন যারা পেতে চাইবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে৷ বর্তমানে অফলাইনে অসুবিধে থাকায় অনলাইনেই মিলছে সার্ভিসসমূহ৷ এমনকি সরকারি বিভিন্ন পরিষেবাই অনলাইন মাধ্যমে দেওয়া হচ্ছে মানুষকে৷
ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অংশ এবার হয়ে উঠতে চলেছে ড্রাইভিং লাইসেন্সের বিষয়টিও৷ এমনকি রদবদল ঘটেছে লার্নিং লাইন্সেসের আবেদনের ক্ষেত্রেও৷ তবে শুধু এ রাজ্যেই নয়৷ দেশজুড়েই ঘটবে এই পরিবর্তন৷ তবে ইতিমধ্যেই দেশের কয়েকটি রাজ্য লাইসেন্স
আবেদনের জন্য অনলাইন মাধ্যমকেই বেছে নিয়েছে৷ এমন কয়েকটি রাজ্য হল উত্তরপ্রদেশ,রাজস্থান,বিহার,মধ্যপ্রদেশ ,ন্যাশানাল রিজিয়ন এবং উত্তরাখণ্ড তুলে দিয়েছে অফলাইন প্রক্রিয়া৷
ড্রাইভিং লাইসেন্সের দুটি ক্ষেত্রে পরিবর্তন এসেছে৷ সম্পূর্ণ প্রক্রিয়াই হবে অনলাইনে৷
আসুন জেনে নেওয়া যাক কি সেই পরিবর্তন—
১. লার্নিং লাইসেন্সের(learning licence) ফি জমা দিতে চান? জেনে নিন এক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে?
লার্নিং—এর জন্য এবার থেকে লাইসেন্স মিলবে অনলাইনেই৷ রাজ্যগুলির পরিবহণ দফতরের তরফে লার্নিং লাইসেন্সের আবেদনের ক্ষেত্রে আনা হয়েছে পরিবর্তম৷ বদল ঘটেছে গোটা সিস্টেমের৷
যারা আবেদন করতে চান তাদের অনলাইনেই তা করতে হবে৷ অনলাইনে বুক করতে হবে স্লট৷ সাথে সাথেই পেমেন্ট করতে হবে টাকা৷ তবে আবেদনকারীরা এক্ষেত্রে নিজেদের সুবিধে অনুযায়ী পরীক্ষার দিন বেছে নিতে পারবেন৷
এতদিন যারা লার্নিং লাইসেন্স পেতেন তাদেরকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হত ডিস্ক্রিট ট্রান্সপোর্ট অফিসে(district transport office)৷ এবার থেকে আর অপেক্ষা করার দরকার হবে না৷
সরাসরি অনলাইনেই মিলবে সমস্ত নথি৷ সংশ্লিষ্ট ডকুমেন্টের একটি প্রিন্ট আউট নিয়ে নিলেই টেস্টের পর লাইসেন্স হাতে মিলবে৷
২. ড্রাইভিং লাইসেন্সের আবেদন এতদিন করতেন অফলাইনে,এবার কীভাবে করবেন অনলাইনে? জেনে নিন
অনলাইনে ড্রাইভিং লাইসেন্স(driving licence) —এর জন্য আবেদন করতে হবে এবার থেকে৷ অন্তত তেমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রক৷
অনলাইনে আবেদনের জন্য কি কি করতে হবে ? আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে৷
সর্বপ্রথম গুগল সার্চে গিয়ে টাইপ করতে হবে সাইটের নাম যেখানে আবেদন আপনি করবেন৷ ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া রইল এখানে—
https://parivahan.gov.in/parivahan//en
এই লিঙ্কটি ট্যাপ করলেই খুলে যাবে সাইটটি৷ এটি পরিবহন মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট৷
হোমপেজটি ওপেন হলে সেখানে online services বলে একটি অপশন আপনি দেখতে পাবেন৷ সেখানে গিয়ে ক্লিক করতে হবে৷
তবে service অপশনে মিলবে একটি ড্রপ ডাউন মেনু৷ এই মেনুতেই দেখতে পাবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিসেস বলে একটি অপশন৷ এটির ওপর ক্লিক করতে হবে৷
তারপর যে রাজ্যের পরিষেবা,সেই রাজ্যের নামের বাটনে ক্লিক করতে হবে৷ দেখবেন আপনার সামনে খুলবে একটি নতুন উইন্ডো৷ এখানেই পাবেন apply driving licence নামক অপশন৷
এটির মাধ্যমেই আবেদনকারী আবেদন করতে পারবেন৷ এছাড়াও থাকবে একাধিক অপশন৷ তারপর আবেদনপত্র সম্পূর্ণরূপে সঠিক তথ্যসহ পূরণ করতে হবে৷
সাথে থাকবে প্রয়োজনীয় নথি আপলোডের অপশন৷ সেখানে গিয়ে গিয়ে নথিগুলো আপলোড করতে হবে৷ তবেই আবেদন সম্পূর্ণ হবে৷
গ্যাস সিলিণ্ডার বুকিংয়ে পেয়ে যাবেন ৫০০টাকা ক্যাশব্যাক,জানেন কীভাবে? জেনে নিন