কলকাতা নাইট রাইডার্স এর সিইও ভেনকি মাইসোর মঙ্গলবার জানালেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার প্লেয়াররা বুধবার বিপক্ষে খেলতে পারবেন|
Highlight
- কলকাতা নাইট রাইডার্স 2020 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে অভিযান শুরু করছে বুধবার|
- কেকেআর এর সিইও ভেনকী মাইসোর জানালেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্লেয়াররা এই খেলায় অংশ নিতে পারবে|
- ইয়ন মর্গ্যান এবং প্যাট কামিন্স দুজনেই বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে খেলতে পারবেন
কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল 2020 অভিযান শুরু করছে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার 23 সেপ্টেম্বর|
অভিযান শুরু করার আগে ভেনকী মাইসোর জানালেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ থেকেই কলকাতার হয়ে খেলতে পারবেন|
কলকাতা নাইট রাইডার্স 2020 আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে অভিযান শুরু করছে বুধবার|
কেকেআর এর সিইও ভেনকী মাইসোর জানালেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্লেয়াররা এই খেলায় অংশ নিতে পারবে|
ইয়ন মর্গ্যান এবং প্যাট কামিন্স দুজনেই বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে খেলতে পারবেন|
কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল 2020 অভিযান শুরু করছে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার 23 সেপ্টেম্বর|
অভিযান শুরু করার আগে ভেনকী মাইসোর জানালেন ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ থেকেই কলকাতার হয়ে খেলতে পারবেন|
কলকাতা নাইট রাইডার্স এর স্টার প্লেয়ার প্যাট কামিন্স ইয়ন মর্গ্যান টম বেনটন মঙ্গলবার তাদের কোয়ারেন্টাইন শেষ করলেন।
এবং টুর্নামেন্টের শুরু থেকেই ইয়ন মর্গ্যান এবং প্যাট কামিন্স কেকেআরের হয়ে খেলতে পারেন|
আশা করা যায় প্যাট কামিন্স এবং ইয়ন মর্গ্যান প্রথম একাদশে খেলতে পারেন গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে|
আবুধাবির প্রশাসন বাইরে থেকে আসা প্রত্যেককে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছিল। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্লেয়াররা সৌরভ গাঙ্গুলী কে অনুরোধ করেছিলেন সংখ্যা কমিয়ে 36 ঘন্টা করার জন্য। সেই অনুযায়ী 36 ঘন্টা আজ মঙ্গলবার শেষ হচ্ছে|
কেকেআর ইয়ন মর্গ্যান কে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিয়েছে। ইংল্যান্ড ক্যাপ্টেন ইয়ন মরগান ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যারিয়ারে চূড়ান্ত ফর্মে আছেন|
কামিন্স কে কেকেআর 15.5 কোটি টাকায় কিনেছিল গতবার অকশন এ। দলে অভিজ্ঞ পেসার না থাকায় বোলিং এর দিক দিয়ে কেকেআর দুর্বল হয় পড়েছিল। কামিন্স আসায় বোলিং বিভাগ শক্ত হলো। কামিন্স এই মুহূর্তে বিশ্বের সেরা ফাস্ট বোলার এর মধ্যে একজন। কেকেআর এর হয়ে খেলার জন্য মুখিয়ে আছেন|
মরগান এবং কামিন্স আসায় কেকেআর দলটি আরো শক্তিশালী হলো। যার খুব প্রয়োজন ছিল। প্রত্যেকটি ম্যাচে দুজনকে খেলতে দেখা যেতে পারে
একদিকে কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান জয় দিয়ে শুরু করতে চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিপক্ষে|
অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে দাঁড়াতে চাইছে প্রথম ম্যাচের সিএসকের বিরুদ্ধে 4 উইকেটে হারার পর|
মুম্বাই ইন্ডিয়ান্সের মিডল অর্ডার ব্যাটসম্যান খুব একটা ভালো প্রদর্শন করতে পারিনি চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে|