গোটা ভারত জুড়ে হাজার হাজার ফ্যান (fan) রয়েছে জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রীর (Bhagyashree)। সেই ‘মাইনে প্যায়ার কিয়া’ (Maine Pyaar Kiya) থেকে শুরু হয়েছিল তাঁর জার্নি।
আজ এত বছর পরেও কিন্তু অভিনেত্রী নিজের গ্ল্যামার (glamour) এবং বিউটিকে (beauty) ধরে রেখেছেন।
অভিনেত্রী ভাগ্যশ্রীর (Bhagyashree) কিন্তু বেশ ভালো পরিমাণে অ্যাক্টিভ থাকেন সোশ্যাল মিডিয়াতে।
এমনকি তিনি বিন্দুমাত্র লজ্জা বোধ করেন না বিউটি টিপস (beauty tips) সর্বাপেক্ষা শেয়ার করতে।
আজ আপনাদের সামনে এমনই পাঁচটি বিউটি টিপস (beauty tips) তুলে ধরবো যা স্বয়ং আমাদের বিখ্যাত অভিনেত্রী ভাগ্যশ্রী (Bhagyashree) দিয়েছেন।
১. বাইরে কার কোন ক্লিনজার (cleanser) ব্যবহার না করে বাড়িতে তৈরি ক্লিনজার (cleanser) ব্যবহার করেন মুখ পরিষ্কার করার জন্য।
এর জন্য উনি পরিমাণে পাউডার করা ওটস (powdered oats), ১ টেবিলচামচ দুধ (milk) এবং ১ টেবিল চামচ মধু (honey) নিয়ে একটি পেস্ট (paste) তৈরি করে থাকেন।
এরপরে তৈরি করা পেস্টটিকে (paste) মুখে লাগিয়ে মিনিট ২০ মতন রেখে ঠান্ডা জলের সাহায্যে ধুয়ে নিয়ে থাকেন তিনি।
এটি ফেস স্ক্রাব (face scrub) হিসেবেও কাজ করে থাকে, একইসাথে মুখের মধ্যে হওয়া ব্রণ (pimples) এবং বিভিন্ন দাগছোপ (spots) কমাতে সহায়তা করে।
২. নিত্য প্রতিদিন গরম জলে ৩-৪টি জাফরান (saffron) মিশিয়ে পান করে থাকেন তিনি।
৩. তিনি প্রত্যেকদিন নিজের খাদ্য তালিকায় সাইট্রাস ফল (citrus fruits), বেরি (berries), কাজু (cashews), টমেটো (tomato), শাক (leafy greens), সামুদ্রিক খাবার (sea foods), হাড়ের ঝোল (bone borth) ইত্যাদি যোগ করে থাকেন।
৪. রাত্রে ঘুমানোর আগে মেথি (methi) ভিজিয়ে রাখেন তিনি, পরের দিন সকালে উঠে সেটার পেস্ট বানিয়ে নারকেল দুধের (coconut milk) সাথে মিশিয়ে একটি প্যাক বানিয়ে চুলের স্ক্যাপে লাগিয়ে ৪০ মিনিট রেখে ধুয়ে ফেলেন তিনি শ্যাম্পুর (shampoo) সাহায্য।
৫. সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল অভিনেত্রী ভাগ্যশ্রী (Bhagyashree) নিত্য প্রতিদিন যথেষ্ট পরিমাণে এক্সারসাইজ (exercise) এবং ওয়ার্কআউট (workout) করে থাকেন।
আরো পড়ুন : প্রজাতন্ত্র দিবস (Republic Day) উপলক্ষে বাড়িতে বানান তেরাঙা পিঠে