সামনেই প্রেমের মাস। ফেব্রুয়ারির ৭ তারিখ থেকেই শুরু হয়ে যায় প্রেমের পর্ব। তাই পরের মাসের জন্য সঙ্গী না থাকলে যেন আজকের দিনে চলে না।
আবার অনেকেই এমন রয়েছেন, যে কোনো ব্যক্তির প্রেমে পড়েছেন, কিন্তু তাঁকে প্রেম প্রস্তাব দিতে ভয় পাচ্ছেন! তাহলে কি করা যায়!
হুট করে প্রেম প্রস্তাব দেওয়াটাও বেশ চাপের বিষয় হয়ে যায়। তাই প্রেম প্রস্তাব দেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যার মাধ্যমে সহজেই আপনার সামনের মানুষটার উত্তর ‘হ্যাঁ’ পেতে পারেন।
১। আপনার প্রতি তাঁর ভাবনা কি জানুন :
আপনি প্রেমে পড়েছেন বলে এই নয় যে সেও আপনাকে একই চোখে দেখে। হতে পারে শুধু বন্ধুর চোখে দেখে। তাই আগে তাঁর আপনার প্রতি ভাবনা কি সেটা জানুন।
যদি মনে হয় আপনার প্রতি তারও ভালোবাসা রয়েছে, তাহলে আর দেরি না করে তাঁকে প্রেমের প্রস্তাব দিয়ে দিন।
২। তাঁর ব্যক্তিগত জীবন সম্মন্ধে জানুন :
আপনার পছন্দের মানুষটির ব্যক্তিগত জীবনে কি চলছে তা নিয়ে একটু অবগত থাকতে হবে। যদি তাঁর জীবনে কোনো সমস্যা চলছে এমন হয়, তাহলে সেই সময় তাঁকে প্রেম প্রস্তাব দেওয়াটা উচিৎ হবে না। এতে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে।
৩। নিজের অনুভূতি জানুন :
আগে নিজের অনুভূতি জানুন, যে আদৌ আপনি তাঁকে সত্যিই পছন্দ করেন কি না। কিন্তু যদি সাময়িক সঙ্গীর জন্য তাঁর সঙ্গ চেয়ে থাকেন তাহলে পিছিয়ে যান।
কারণ সেই ধরণের অনুভূতি শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে বিচ্ছেদের পরিণতি হয়। সঙ্গে নিজেদের সময় ও মানসিক স্বস্থ্যেরও অবনতি ঘটে। কাজেই এইধরণের ভাবনা থেকে দূরে থাকুন।
আরও পড়ুন : Best Breakfast Food : মস্তিষ্কের প্রখরতা বৃদ্ধি করতে ব্রেকফাস্টে রাখুন এই তিনটি খাবার