13 বছরের আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ 224 রান তাড়া করে জিতল রাজস্থান রয়্যালস| নিজেদের করার রেকর্ড নিজেরাই ভেঙে দেয় রাজস্থান রয়্যালস
প্রথমবার আইপিএলে 2008 সালে 7 উইকেটের বিনিময়ে ডেকান চার্জার্স এর বিপক্ষে 217 রান করে রেকর্ড গড়েছিল তারা| সেবারের রানের লক্ষ্যমাত্রা ছিল 215 রান|
রবিবাসরীয় রাতে এক অভাবনীয় ম্যাচ এর সাক্ষী থাকলো শারজাহ ক্রিকেট স্টেডিয়াম|
কিংস ইলেভেন পাঞ্জাব এবং রাজস্থান রয়েলের মধ্যে হওয়া ম্যাচে অনেক নতুন রেকর্ড তৈরি হলো
আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান তাড়া করে জেতা দল
Target | Team | against | venue | season | ball left |
223 | RR | KXIP | SARJAH | 2020 | 3 |
215 | RR | DECAN CHARGERS | HYDERABAD | 2008 | 1 |
2009 | DC | GL | DELHI | 2017 | 15 |
2006 | CSK | RCB | CHENNAI | 2012 | 0 |
2006 | KXIP | SRH | HYDERABAD | 2014 | 8 |
2006 | CSK | RCB | BENGALURU | 2018 | 2 |
2006 | KKR | RCB | BENGALURU | 2019 | 5 |
16 ওভারের শুরুতে রাজস্থান 86 রান করে| আইপিএলের ইতিহাসে রান তাড়া করে জেতার ক্ষেত্রে এটি হলো যেকোনো টিমের ক্ষেত্রে শেষ 5 ওভারে সর্বাধিক রান|
রাজস্থান প্রথম পনেরো পরে পরে 140 রান| পরের 4.3 ওভারে করে 86 রান| এর আগে শেষ 5 ওভার এর সর্বাধিক রান ছিল 77| 2012 সালে চেন্নাই সুপার কিং রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এর বিপক্ষে এই রান করেছিল|
শেষ পাঁচ ওভারে করা সর্বাধিক রান
RUN | TEAM | AGAINST | VENUE | SEASON |
86 | RR | KXIP | SARJAH | 2020 |
77 | CSK | RCB | CHENNAI | 2012 |
72 | RCB | DECAN CHARGERS | BENGALURU | 2012 |
72 | CSK | RCB | BENGALURU | 2018 |
72 | KKR | RCB | BENGALURU | 2019 |
রাহুল তেওয়াটিয়ার শেষ 12 বলে 375 স্ট্রাইক রেট- প্রথম 19 বলে মাত্র 8 রান করেন