বলিউডের সামনের সারির অভিনেত্রী করিনা কাপুর খান৷ সকলের কাছেই প্রিয় নাম৷ “রিফিউজি” দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন বেবো৷ তার বাবাও বলিউডের বড়োসড়ো নাম৷ রণধীর কাপুর৷
রাজ কাপুরের বংশধর এরা প্রত্যেকেই৷ ফলে রক্তেই তাদের অভিনয় দক্ষতা৷ লকডাউনে মা হয়েছেন অনেক বলি তারকাই৷ সম্প্রতি মা হলেন অনুষ্কা শর্মা৷ এবার বেবোর পালা৷
লকডাউনেই তিনি দিয়েছেন সুখবর৷ বেবি বাম্প নিয়ে করিনা আছেন বেশ আনন্দেই৷ তা তার সোশ্যাল মিডিয়া হ্যাণ্ডেল থেকেই সুস্পষ্ট৷
কোনোদিনই বেবি বাম্প নিয়ে লুকোচুরি করেননি বলিউডের গসিপ কুইন৷ এবারেও ব্যতিক্রম হল না৷ তৈমুরের ঘারে এবার অনেক দায়িত্ব আসতে চলেছে! আরে দাদা হচ্ছে বলে কথা৷
আহ্লাদিত একেরত্তিও৷ আগের পক্ষে এক ছেলে আর এক মেয়ে আছে সইফের৷ অমৃতা সিং—এর সাথে বিচ্ছেদের অনেক পর করিনাকে বেগম করেন সইফ আলি খান৷
ইদানীং বড়ো পর্দায় তাকে বিশেষ দেখা না গেলেও কাজ করছেন ওয়েব প্ল্যাটফর্মে৷ আবারও বাবা হতে চলেছেন তিনি৷ পতৌধি বংশের আরও এক শরিক আসতে চলেছে৷ স্বভাবতই এর জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা৷ তবে বেবো আছেন রাজকীয় মেজাজেই৷
সম্প্রতি একটি ফটোশুট করেন তিনি৷ সেই ছবি পোস্টও করেন নিজের ইনস্টাগ্রাম হ্যাণ্ডেলে৷ সেখানে স্পষ্টতই চোখে পড়ছে বেবি বাম্প৷ করিনা দু’হাতের ওম দিয়ে তা ধরে রেখেছেন৷
পড়নে তার হাল্কা গোলাপী রঙা যোগাসুট৷ মা হতে চললেও রূপ নিয়ে বরাবরই সচেতন করিনা৷ তাই এই ছবিতেও তিনি নিজের লুক নিয়ে অবহেলা করেননি৷ হালকা নুড মেকাপে তার চেহারায় আলাদাই গ্ল্যামার যেন চোখে পড়ল৷
যোগাসনে বসে আছেন বেগম৷ চোখ বন্ধ৷ যেন উপলব্ধি করছেন মাতৃত্বের আস্বাদ৷ বেবি বাম্পকে ফোকাসে রেখে ফটোশুটটি করা হয়েছে৷ ছবিতে বেবো চুল রেখেছেন খোলা৷ মম টু বি—এর এই ছবি প্রকাশ্যে আসার সাথেই হয়ে পড়ে ভাইরাল৷
নেটিজেনদের উত্তেজনার পারদ চড়ল আরও খানিক বেশি৷ তবে কমেন্ট সেকশন ভরেছে কিছু নেতিবাচক মন্তব্যে৷ তাতে যদিও কেয়ারফ্রি তৈমুরের মা৷ এবার শুধু কটা দিনের অপেক্ষা!
তারপরেই করিনার কোল আলো করে আসবে পতৌধি বংশের উত্তরসূরী৷ সেই অপেক্ষাতেই দিন গুনছে ভক্ত আর অনুরাগীরা৷
গ্যাস সিলিণ্ডার বুকিংয়ে পেয়ে যাবেন ৫০০টাকা ক্যাশব্যাক,জানেন কীভাবে? জেনে নিন