কফিকে (Coffee) আপনি ভিন্ন রূপে ব্যবহার করতে পারেন, কফি (Coffee) যেমন পান করা যেতে পারে তেমনি কিন্তু বিভিন্ন কাজেও ব্যবহার করতে পারেন এটি কে।
কমবেশি প্রতিটি মানুষই কফি (Coffee) পান করতে ভালোবাসেন।
আমাদেরকে বহুবার সবাই বারণ করে যে বেশি পরিমাণে কফি (Coffee) পান করা উচিত না।
কিন্তু আমরা কখনোই সে কথা শুনি না বরং কফির (Coffee) দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে থাকি।
তবে কফিকে (Coffee) কিভাবে আপনি বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করতে পারেন জানেন?
জানা না থাকলে বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন শেষ পর্যন্ত।
১. স্ক্যাল্প ট্রিটমেন্টে (scalp treatment) কফিকে (Coffee) ব্যবহার করুন :

অল্প পরিমাণে কফি (coffee) নিয়ে নিজের স্ক্যাল্পে (scalp) মাসাজ (massage) করুন।
এরপর শ্যাম্পু (Shampoo) এবং কন্ডিশনার (Conditioner) দিয়ে নিজের চুলটাকে (Hair) পরিষ্কার করে নিন।
এই পদ্ধতি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজেই আপনার চুল ঝরে (Hairfall) যাওয়ার মতো সমস্যা দূর হয়ে যাবে।
২. চোখের (eyes) ফোলাভাব কমাতে :

অনেক মানুষই রয়েছেন যাঁরা চোখের (eyes) ফোলাভাবের মতো সমস্যায় ভোগেন।এই সমস্যার সমাধান পেতে হলে আপনাকে ব্যবহার করতে হবে কফি (coffee)।
কফি (coffee) বানানোর পরে যতোটুকু কফি (coffee) পড়ে থাকে সেটাকে সংগ্রহ করে চোখের নিচে লাগিয়ে ২০ মিনিট রেখে দিয়ে ধুয়ে নিন।
এই পদ্ধতি যদি সপ্তাহে (week) দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন তাহলেই সমস্যার হাত থেকে রেহাই পাবেন।
৩. চুলের রং ধরে রাখতে কফিকে (Coffee) ব্যবহার করুন :

চুলের বাদামি অথবা কালো রং কে দীর্ঘদিনের জন্য ধরে রাখতে হলে কফিকে (Coffee) ব্যবহার করতে পারেন।
সবার আগে গাঢ় দুই কাপ কফি (Coffee) তৈরি করে নিন এবার ওটাকে নিজের চুলে ভালো করে মাখিয়ে শাওয়ার ক্যাপ (Shower cap) লাগিয়ে রাখুন।
ঘন্টাখানেক পর ঠাণ্ডা জলের সাহায্যে পরিষ্কার করে ধুয়ে নিন। ব্যাস আর আপনার চুলের রং কোনদিন নষ্ট হবে না।
আরো পড়ুন : বিন্দুমাত্র পরিমাণ না ঘটে কী ভাবে নিজের চোখের কাজলকে (kajal) পরিষ্কার করবেন জেনে নিন!!!