Homeceleb lifeছোট ছেলের নাম 'জাহাঙ্গির', এবার 'ঔরঙ্গজেব'এর অপেক্ষা, ট্রোলের শিকার সইফিনা

ছোট ছেলের নাম ‘জাহাঙ্গির’, এবার ‘ঔরঙ্গজেব’এর অপেক্ষা, ট্রোলের শিকার সইফিনা

করিনা কপুর খানের  দ্বিতীয় সন্তানের নাম ‘জেহ’ শোনা গিয়েছিল। কিন্তু সম্পূর্ণ নাম কি? এ নিয়ে এবার জোর তরজা নেটদুনিয়ায়। শোনা যাচ্ছে, ছোট ছেলের সম্পূর্ণ নাম নাকি জাহাঙ্গীর রেখেছেন সইফিনা! আর এনিয়েই   সোশ্যাল মিডিয়ায় ট্রোলের ফাঁদে এই তারকা দম্পতি।  

নিজের অন্তঃসত্ত্বাকালীন অভিজ্ঞতা  নিয়ে আস্ত একটি বই লিখে ফেলেছেন করিনা। বইয়ের নাম , ‘করিনা কাপুর খান’স প্রেগনেন্সি বাইবেল : দ্য আল্টিমেট ম্যানুয়াল ফর মমস টু বি’। শোনা যাচ্ছে, এই বইতেই নাকি নায়িকা লিখেছেন তাঁর ছোটছেলের নাম জাহাঙ্গীর আলি খান। আর এই খবর সামনে আসা মাত্রই কটাক্ষের  মুখে পড়তে হয় সইফিনাকে। তাঁদের উদ্দেশ্যে ব্যঙ্গ করে লেখা হয়, “সইফ আলি খান ও করিনা কপুর দ্বিতীয় সন্তানের নাম রেখেছেন জাহাঙ্গীর । এবার নাম রেখেই ট্রোল হয়ে যান নবাব। এবার অধীর আগ্রহে অপেক্ষা করছি ঔরঙ্গজেবের জন্য ।”

ইতিহাস অনুযায়ী, মুঘল সম্রাট জাহাঙ্গীর নাকি শিখ সম্প্রদায়ের গুরু অর্জুনকে ইসলাম ধর্ম নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। আর সেই নির্দেশ অমান্য করার জন্য তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই কথাও অনেকে স্মরণ করেছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি নিজের বই নিয়ে করণ জোহরের  সঙ্গে কথপোকথনে মেতেছিলেন করিনা। সেখানে অভিনেত্রী জানান, তাঁর ছোট ছেলের নাম রেখেছেন জেহ আলি খান।

অভিনেত্রী নিজের বইতে নাকি গর্ভবতী থাকাকালীন যৌনতা নিয়েও আলোচনা করেছেন। প্রকাশ্যে জানিয়েছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি যৌনতায় আগ্রহ হারিয়ে ফেলেছিলেন আর সইফ সেটা বুঝেছিল। সইফ অত্যন্ত ভাল মানুষ বলে নাকি পুরো বিষয়টি সহজেই মানিয়ে নিয়ে চলেছিল। 

Image Source : Instagram

RELATED ARTICLES

Money Heist এর ‘বেলা চাও’ গানের করুণ ইতিহাস জানেন?...

ওয়েবসিরিজ মানি হেইস্ট ( La Casa De Papel) এর দৌলতে 'বেলা চাও' গানটি চরম...

বলিউডের সিরিয়াল কিসার ইমরান হাসমির ও চুমু খেতে কেঁপে...

জনপ্রিয় বলি তারকা ইমরান হাশমি (Emraan Hashmi) ইন্ড্রাস্ট্রিতে এক ডাকে যাকে 'সিরিয়াল কিসার' নামে...

সামান্থার কাছে ‘খাবার’ এর থেকে বেশি প্রয়োজনীয় ‘সেক্স’! নিজেই...

দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বরাবরই জনপ্রিয়তা পেয়েছেন। পরে বলিউডেও 'দ্য ফ্যামিলি ম্যান...

Money Heist এর ‘বেলা চাও’ গানের করুণ ইতিহাস জানেন?...

ওয়েবসিরিজ মানি হেইস্ট ( La Casa De Papel) এর দৌলতে 'বেলা চাও' গানটি চরম...

সামান্থার কাছে ‘খাবার’ এর থেকে বেশি প্রয়োজনীয় ‘সেক্স’! নিজেই...

দক্ষিণী অভিনেত্রী সামান্থা আক্কিনেনি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বরাবরই জনপ্রিয়তা পেয়েছেন। পরে বলিউডেও 'দ্য ফ্যামিলি ম্যান...

মেকআপ রুমে পেতেন ঘুঙুরের শব্দ! ভৌতিক অভিজ্ঞতার কথা জানালেন...

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম ব্যক্তিত্ব প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তথা 'বুম্বা দা' শ্যুটিং ছাড়া হয়তো কিছুই বোঝেন...