দেশজুড়ে গ্যাস সিলিণ্ডারের দাম উর্দ্ধমুখী৷ এই পরিস্থিতিতে রান্নার গ্যাস কিনতে নাভিঃশ্বাস উঠছে সাধারণ মানুষের৷ করোনা অতিমারীর চাকরী হারিয়েছেন বহু মানুষ৷ সুতরাং সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তারাই৷
আর রান্নার গ্যাস সিলিণ্ডার প্রত্যেকের কাছেই একটি গুরুত্বপূর্ণ জিনিস৷ তবে আর চিন্তা নয়! এবার দেশজুড়ে গ্যাস বুকের ক্ষেত্রে এল এক নয়া উদ্যোগ৷ যেখানে উপকৃত হবেন গ্যাস গ্রাহকরা৷ দেশের প্রধানতম পেমেন্ট মাধ্যম paytm
এবার থেকে paytm-এর মাধ্যমে যারা গ্যাস বুক করবেন তারা পাবেন ছাড়৷ হ্যাঁ! ঠিকই শুনছেন৷ গ্যাস বুক করলেই পাবেন ছাড়(discount)৷
জানেন কি কত টাকা পর্যন্ত ছাড় পাবেন আপনি?আসুন জেনে নেওয়া যাক৷
paytm মাধ্যমে গ্যাস বুক করলে আপনি পাবেন ৫০০টাকা পর্যন্ত ক্যাশব্যাক(cashback)৷ তবে এর জন্য আপনার ফোনে paytm application থাকা জরুরি৷ তবে এক্ষেত্রে একমাত্র সুবিধে পাবেন এলপিজি সিলিণ্ডার গ্রাহকরা৷
যারা প্রথমবারের জন্য বুক করছেন সিলিণ্ডার তারাই পেয়ে যাবেন এই ছাড়৷ সাথে পাবেন ৫০০টাকা ক্যাশব্যাক৷ সুতরাং জেনে নিন কীভাবে আপনি paytm ব্যবহার করে সিলিণ্ডার বুক করবেন৷ আর সাথে পাবেন ছাড়!
প্রথমেই বলে রাখি শুধুমাত্র paytm ই কিন্তু এই সুযোগ দিচ্ছে৷ কাজেই সর্বপ্রথম আপনার করণীয় হল প্লে স্টোর থেকে paytm ডাউনলোড করা৷ যারা ইতিমধ্যেই এটি ব্যবহার করেন তাদেরকে ফোনের মেনুতে গিয়ে paytm খুলতে হবে৷
app টি ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে৷ তারপর ওপেন করতে হবে৷ app টি খুললেই দেখতে পাবেন book cylinder অপশন রয়েছে৷ অপশনটি দেখতে পাবেন আপনার হোমস্ক্রিনের ঠিক ওপরে৷
অনেকের ক্ষেত্রে এই অপশনটি নাও দেখাতে পারে৷ চিম্তার কোনো কারণ নেই৷
দেখবেন “show more” বলে একটি অপশন পাবেন,তার ওপহ ট্যাপ করবেন৷ করলেই দেখবেন অনেকগুলি নাম পাবেন৷
নামগুলো হল গ্যাস প্রোভাইডারদের নাম৷ আপনি তিনটি গ্যাস প্রোভাইডারের নাম পাবেন৷ ইণ্ডেন,এইচপি আর ভারত গ্যাস৷ আপনি আপনার প্রোভাইডারের নামের ওপর ক্লিক করবেন৷ সিলেক্ট করার পর একটি স্ক্রিন খুলবে৷
সেখানে আপনাকে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর দিতে হবে৷ মোবাইল নম্বর না দিতে চাইলে দিতে পারবেন এলপিজি আইডি৷ এই দু’য়ের মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করতে হবে আপনাকে৷
তারপর proceed বলে একটি অপশন আসবে৷ সেটিতে ট্যাপ করতে হবে৷ এরপর দেখবেন আপনার সামনে একটি আলাদা স্ক্রিন খুলবে৷ থাকবে কনজিউমারের নাম ,এজেন্সির নাম আর এলপিজি আইডি৷
নীচে তাকালেই দেখবেন সিলিণ্ডারের জন্য কত টাকা লাগবে তা শো করবে৷ এরপরেই আসল ধাপ৷ payment করার আগে আপনাকে দিতে হবে paytm gas booking promo code – FIRSTLPG
এই কোডটি এন্টার করার পর process বাটনে ক্লিক করে পরবর্তী পর্যায়ে যেতে হবে৷
যে প্রোমোকোডটি আপনি এন্টার করবেন তার মাধ্যমেই আপনি সাথে সাথেই পাবেন ৫০০ক্যাশব্যাক৷ কিন্তু ভুলবশত যদি আপনি ওই
কোডটি না এন্টার করেন তবে কোনো ক্যাশব্যাক মিলবে না৷ সুতরাং আর দেরী নয়৷ সত্বর paytm খুলুন,সিলিণ্ডার বুক করুন৷আর পেয়ে যান 500টাকা ক্যাশব্যাক৷
ভারতীয় রেলে গ্রুপ—সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি,আবেদন কীভাবে করবেন?জেনে নিন