NEWS BOOK: আবারো একবার বিতর্কিত টুইট করলেন টলি অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni GHOSH)।
এবার তিনি তাঁর টুইটার হ্যান্ডেল থেকে লেখেন “হয়তো আজ নেতাজির হাজারবার মৃত্যু হতো”।
পাশাপাশি তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন লজ্জিত (#Ashamed) ।
Even Netaji would have died a thousand death today.. A secular hero of secular India! #Ashamed
— saayoni ghosh (@sayani06) January 23, 2021
আজকের দিনে এমন টুইট খুবই তাৎপর্যপূর্ন। বিশেষজ্ঞরা মনে করছেন আজকের ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি সুভাষ চন্দ্র বসুর (NETAJI SUBHAS CHANDRA BOSE) ১২৫ তম জন্ম বার্ষিকতে যে বিতর্ক সৃষ্টি হয় তার জেরেই এই বিতর্কিত টুইট।
শনিবার বিকেলে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজিকে নিয়ে বক্তব্য রাখার জন্য মঞ্চে ওঠেন ঠিক সেই সময় দর্শক এর মধ্যে উপস্থিত বেশ কিছু দর্শক “জয় শ্রী রাম” স্লোগান দিয়ে ওঠেন এতেই মমতা ক্ষুব্ধ হন।
তিনি নেতাজিকে নিয়ে কোনো বক্তব্য না রেখেই প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে মঞ্চ থেকে নেমে আসেন।
এতে বিতর্ক কিছু কম হয়নি। বিজেপি নেতা তথাগত রায় (tothagata roy) ব্যাঙ্গাত্মক সুরে টুইট করে লেখেন
গর্মেন্ট কা পোগ্রাম মে কুছ ডিগনিটি হোনা চাহিয়ে ।…..ইসকে পটেস্ট মে I am not telling anything.
— Tathagata Roy (@tathagata2) January 23, 2021
প্রসঙ্গত বেশ কিছুদিন আগে দুজনের মধ্যে টুইটারে বিস্তর টুইটযুদ্ধ হয়েছে। সায়ানির বিরুদ্ধে থানায় FIR ও করেন প্রবীণ বিজেপি নেতা।
বিতর্কের সূত্রপাত হয় প্রায় ৫ বছর আগে ২০১৫ সালে সায়ানির ১টি টুইটের পোস্ট নিয়। টুইট টি
ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া তে। এই পোস্টে দেখা যায় শিবলিঙ্গ এর মাথায় কন্ডোম পড়েছেন “বুলাদি”। এই পোস্টে টি হিন্দু ধর্মের ভাবাবেগকে আঘাত করেছে বলেই অভিযোগ করেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়|
গত মঙ্গলবার পুরুলিয়ার জনসভায় এ নিয়ে নাম না নিয়ে তথাগত রায়কে কটাক্ষ করতে ছাড়েন নি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তিনি বলেন “বয়েস হয়ে গিয়েছে ভীমরতি যায় না। নাতনির বয়েসী মেয়ে তাকে প্রতিদিন ধমকাচ্ছে কিসের জন্য তার কি স্বাধীন ভাবে কথা বলার অধিকার নেই?”
সায়ানির এই টুইট এই পরিস্থিতে বিশেষ তাৎপর্যপূর্ন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ফের বিতর্কের মুখোমুখি আমাজন প্রাইম! মির্জাপুর—২ নিয়ে নির্মাতাদের নোটিশ শীর্ষ আদালতের