Homeceleb lifeগা ভর্তি কমলালেবু পরে কোমর দোলালেন স্যান্ডি সাহা!! দেখুন সেই ভাইরাল ভিডিও!!

গা ভর্তি কমলালেবু পরে কোমর দোলালেন স্যান্ডি সাহা!! দেখুন সেই ভাইরাল ভিডিও!!

হামেশাই স্যান্ডি সাহাকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরণের সমস্ত অদ্ভুত পোশাক পড়ে নাচানাচি করতে। এবারেও তাঁর ব্যাতিক্রম কিছু ঘটেনি, গা ভর্তি কমলালেবু পরে কোমর দোলালেন স্যান্ডি সাহা।

এর আগেও একবার শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্থাৎ বৈশাখী বন্দ্যোপাধ্যায় ভঙ্গিমায়,

সাজগোজ করে কলকাতার রাস্তায় নাচানাচি করেছিল স্যান্ডি সাহা।

এমনকি একবার যশ দাশগুপ্তের হাত থেকে সিঁদুর পড়ে নেন তিনি, এছাড়াও তিনি দাবি করেন যে তিনি আজ থেকে যশ দাশগুপ্তের স্ত্রী।

সম্প্রতি কয়েকদিন আগেই ভাইরাল বাদাম কাকুর সাথেও দেখা করে নাচানাচি করতে দেখা যায় তাঁকে।

এবার স্যান্ডি সাহাকে দেখা গেলো কমলালেবু বস্ত্রতে। গা ভর্তি রয়েছে কমলালেবু আর এইভাবেই নাচতে শুরু করেন তিনি।

বর্তমানে বিখ্যাত গান ‘কমলায় নিত্য করে থমকিয়া থমকিয়া’ কোমর দোলালেন তিনি।

এই ভিডিওটি স্যান্ডি সাহা নিজের ফেসবুক প্রোফাইল থেকেই পোস্ট করেছেন। এই ভিডিওটা পোস্ট করা মাত্রই ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, কারোর একটি বাড়ির চালে বসে নাচানাচি করছিলো সে।

এই ভিডিও দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটিজেনরা। ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিওতে ৫ হাজারের উপরে লাইক এবং ৭০০ র উপরে কমেন্টস রয়েছে।

ভাইরাল এই ভিডিওটিতে যে কমেন্টসের বন্যা বয়ে গিয়েছে তাতে একাধিকই বিতর্ক অথবা হাস্যকর কমেন্ট।

একজন কমেন্ট করে লিখেছেন, ‘তুমি কমলালেবু পরে নাচ করছো যে, সবাই যদি খেয়ে নেয় তাহলে তোমার কী হবে?’

আর একজন কমেন্ট করে লিখেছেন, ‘আজ থেকে আর কোনোদিন কমলালেবু খাবো না।’

অন্য একজন ইউসার কমেন্ট করে বলেন, ‘বর্তমানে মানুষের খাওয়ার জন্য কিছু নেই, আর তুমি খাবার নষ্ট করছো? লজ্জা হওয়া উচিৎ তোমার।’

যদি আপনাদের সকলেরই জানা যে এই সমস্ত কথায় স্যান্ডি সাহা এই কীর্তি করা ছাড়বে না।

এই সমস্ত কথার তোয়াক্কা না করে আবারো কোন না কোন সময় বেলেল্লাপনা ঠিকই করবে।

সেই ভিডিওটি একটি দৃশ্য রইল আপনাদের জন্য দেখে নিন সেই ভিডিওটি।

আরো পড়ুন : Log Out থেকে শুরু করে বাছাই করা Contact এর জন্য Last Seen off এর Update আনতে চলেছে WhatsApp

RELATED ARTICLES

চুলের যত্ন নিতে রসুন -এর(Garlic) উপকারিতা

রান্নাঘরের একটি প্রয়োজনীয় উপাদান হল রসুন (Garlic)। যে কোনও রান্নার স্বাদ দ্বিগুণ করতে এর...

জেনে নিন পেঁপে দিয়ে তৈরি একটি সুস্বাদু জিভে জল...

বাঙালির এক পুষ্টিকর রান্নার একটি অন্যতম অংশ হল পেঁপে। তবে এই পেঁপে খেতে অনেকেই...

প্রশান্ত মহাসাগরে হারিয়ে গিয়ে টানা ৪৩৮ দিনের লড়াই! কাহিনী...

বিশ্বের ৫ টি সমুদ্রের মধ্যে বৃহত্তম সমুদ্র প্রশান্ত মহাসাগর (Pacific Ocean)। এর মোট বিস্তৃতি...

আপনার কী কাঁধে (shoulders) এবং পিঠে (back) অসংখ্য জনক...

অনেক মানুষের কাঁধে (shoulders) এবং পিঠের (back) কাছে অসংখ্য জনক ডার্ক স্পর্টস (dark spots)...

চাকরি বদলাচ্ছেন? একইসাথে কিন্তু বদলে ফেলতে হবে প্রভিডেন্ট ফান্ডের...

আপনি কী খুব শীঘ্রই আপনার চাকরিটি বদলে (job transfer) ফেলতে চলেছেন? তাহলে কিন্তু আপনাকে...

কী ভাবে জাপানিদের (Japanese) স্কিন (skin) এতো সুন্দর হয়...

জাপানিদের (Japanese) স্কিন (skin) এত সুন্দর হওয়ার পেছনে রয়েছে কিছু স্বাভাবিক জিনিস যা আপনি...