খুব শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সিদ্ধার্থ মালোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আদ্ভানি (Kiara Advani)
বর্তমানে এই দুই অভিনেতা-অভিনেত্রী শিরোনামের শীর্ষে থাকেন। যখনই হোক এঁনাদেরকে আপনি শিরোনামে ঠিকই খুঁজে পাবেন।
তাঁদের সম্পর্ককে নিয়ে নানান চর্চা চারিদিকে ছড়িয়ে গিয়েছে। বলিউড হোক অথবা সাধারণ আমজনতা সর্বত্রই এই জুটিকে নিয়ে খবর আপনি ঠিকই পাবেন।

সম্প্রতি এমন একটি খবর প্রকাশ কে এসেছে যে আগামী বছর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সিদ্ধার্থ মালোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আদ্ভানি (Kiara Advani)।
জুটির নিকটবর্তী একজন আত্মীয় বলেছেন, ” যেহেতু তাঁদের সম্পর্ক এখন সব কিছুর ওপরে রয়েছে তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করার।
আমরা প্রত্যেকেই জানি কিভাবে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল সবাইকে চমকে দিয়ে বিয়ে করে ফেলেন।
হয়তো এবার সবাইকে চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ মালোত্রা (Siddharth Malhotra) এবং কিয়ারা আদ্ভানি (Kiara Advani)।

অন্য একজন নিকটবর্তী আত্মীয় জানিয়েছেন, “তাঁরা আগামী বছর হয়তো বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। তাঁরা বর্তমানে নিজেদের সম্পর্ককে নিয়ে যথেষ্ট সন্তুষ্ট রয়েছেন।”
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, বর্তমানে দুই তারকাই একে ওপরের বাড়িতে যাতায়াত করছেন।
এই দুই তারকাকে শেষ মুভি অর্থাৎ শেরশাহতে দেখা যায় যেখানে তাঁদের লাভ কেমিস্ট্রি সকলেরই পছন্দ হয়েছিল।
দর্শকদের মতে অন স্ক্রিনে এঁনাদের এত বেশি ভালো লেগেছে কারণ সত্যিকারে তাঁরা একে ওপরের সাথে সম্পর্কে রয়েছেন।
সিদ্ধার্থ মালোত্রা (Siddharth Malhotra) জানিয়েছেন, “আমি ভীষণ খুশি এমন মন্তব্য পেয়ে, পরবর্তীকালে আরো সিনেমা করতে চাই আমি কিয়ারার (Kiara) সাথে।”
সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিদ্ধার্থ মালোত্রা (Siddharth Malhotra) জানিয়েছেন, “আমরা একে ওপরের সাথে প্রথমবার ‘লাস্ট স্টোরিস’-এর শুটের সময় দেখা করি।

কয়েক বছর ধরে কিয়ারা (Kiara) ইন্ডাস্ট্রিতে কাজ করেছে কিন্তু সে একেবারেই ফিল্মি নয়।
ও যদি অন্য কোন প্রফেশনে কাজ করে সেটাও আমার রিফ্রেশিং লাগবে। আমি হয়তো এই ব্যাকগ্রাউন্ডের নই।
আমি দিল্লির একটি ওয়ার্কিং মিডিল ক্লাস পাঞ্জাবি ফামিলি থেকে আসছি। তাই আমার ওর কাজ গুলোকে রিফ্রেশিং এবং প্রিয় লাগে।
যদি প্রফেশনাল দিক থেকে দেখা যায় তাহলে এটা আমাদের কাজ,
কিন্তু প্রফেশনাল লাইফের পাশাপাশি আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে রয়েছে সেটাকে ব্যালেন্স করে চলতে হয় আমাদের।
যেখানে আমরা আসলে একে ওপরের সাথে মিলিত হয়েছি আমাদের কাজের প্রতি আমাদের মনোভাব অনেকটা এক।”
আরো পড়ুন : জিঙ্কের(Zinc) ওষুধ নয় প্রতিরোধক্ষমতা বাড়াতে খাবারের তালিকায় রাখুন এই খাবারগুলি