পৃথিবীতে প্রতিনিয়ত কিছু না কিছু প্রাকৃতিক ঘটনা ঘটে চলে। যার যথাযথ বৈজ্ঞানিক বিবরণ সকলকে অবাক করে। আবার কিছু বিষয় এখনও বিজ্ঞান দ্বারা উদ্ঘাটন করা যায় নি। পৃথিবীর এমনই বেশ কিছু অদ্ভুত প্রকাকৃতিক ঘটনা আপনাকে অবাক করবে। সঙ্গে তার আসল কারণও জানতে পারবেন।
১. হিমায়িত বুদবুদ হ্রদ (Frozen Bubble Lake) :

কানাডায় অবস্থিত পাহাড়ি এলাকায় আব্রাহাম নামের একটি হ্রদ রয়েছে (Abraham Lake)। যা ২৮ কিমি পর্যন্ত বিস্তৃত। এই হ্রদ শীতের সময় হিমায়িত (Freez) হয়ে যায়। জমে যাওয়া হ্রদের নীচে অদ্ভুতরকম বুদবুদ বা Bubbles দেখা যায়। আর এই Bubbles ঐ জমে যাওয়া হ্রদকে একটি সুন্দর দৃশ্যে পরিণত করে। কিন্তু এই bubble গুলিতে সামান্য আগুন লাগলেই গোটা অঞ্চল ধ্বংস হতে পারে।
কেন?
বৈজ্ঞানিক গবেষণায় জানা যায়, হ্রদের পচে যাওয়া উদ্ভিদ থেকে মিথেন গ্যাস সৃষ্টি হয়। সেই গ্যাসেরই তৈরি এই বুদবুদ। যখন হ্রদের জল জমে যায় তখন এই বুদবুদগুলিও জমে গিয়ে এরূপ দৃশ্যের সৃষ্টি করে।
২. চলন্ত পাথর (Sailing Stone) :

আমেরিকার Death Valley এমন কিছু পাথর দেখা যায় যা রহস্যময়ভাবে স্থানান্তর হতে থাকে। যার যায়গা বদল করায় মাটিতে ঘষার দাগও স্পষ্ট। কিন্তু এই পাথরগুলি প্রায় ৩০০ কেজির মতো ভারি হয়ে থাকে। অতএব এই পাথর কোনো মানুষের পক্ষে সরানো সম্ভব নয়। তাহলে এর রহস্য কি?
জানা যায়, এই পাথরগুলির উপরে বৈজ্ঞানিক উপায়ে ক্যামেরা নজর রাখা হয় দীর্ঘ ১২ বছর! ২০০১ সাল থেকে শুরু করা হয়। ২০১২ তে দেখা যায় পাথরগুলি একই জায়গাতে আছে। কিন্তু ২০১৩ তে দেখা যায়। পাথরগুলি একইভাবে স্থানান্তরিত হয়েছে। এর নেপথ্যে রয়েছে শীতকালীন বৃষ্টিপাত!
শীতকালে বৃষ্টির পর যে জল জমে যায়, তা রাতের বেলা বরফের আবরণ সৃষ্টি করে। এই বরফের চাঁইয়ের ঠেলায় এবং তীব্র বাতাসের কারণে পাথরগুলি সরে যায়। যখন জল শুকিয়ে যায় তখন পাথর সরে যাওয়ার চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে।
আরও পড়ুন : Russian Sleep Experiment : দীর্ঘ ৩০ দিন না ঘুমিয়ে মানুষ থেকে পিশাচে পরিণত হয়েছিল এই ৫ জন!