Homeceleb lifeঅমৃতা সিং এবং বিনোদ খান্নার প্রেমকাহিনীর ভিলেন ছিলেন স্বয়ং অভিনেত্রীর মা!!!

অমৃতা সিং এবং বিনোদ খান্নার প্রেমকাহিনীর ভিলেন ছিলেন স্বয়ং অভিনেত্রীর মা!!!

বলিউড ইন্ডাস্ট্রি অন্যতম বিখ্যাত অভিনেত্রী ছিলেন অমৃতা সিং, নব্বই দশকে তাঁর জনপ্রিয়তা ছিল সবার শীর্ষে।

সেই সময়কার সমস্ত সুপারস্টার অভিনেতাদের সাথে অভিনয় করতেন তিনি।

ছবিতে অভিনয় করার পাশাপাশি ব্যক্তিগত জীবনে প্রেমের জন্যই বেশ চর্চায় ফিরছিলেন তিনি।

বলিউডের বিভিন্ন বিখ্যাত অভিনেতা দের থেকে শুরু করে খেলোয়াড় পর্যন্ত প্রায় সবার সাথে সম্পর্কের ছেলে অভিনেত্রী অমৃতা সিং।

বিশেষ করে সানি দেওল, রবি শাস্ত্রী, বিনোদ খান্না এবং সইফ আলি খান এই চারজনের সাথে সম্পর্ক থাকার জন্য লাইমলাইটে ছিলেন অভিনেত্রী।

জানা গিয়েছে, রবি শাস্ত্রির সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অমৃতা সিংয়ের, এমনকি তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেন।

কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক টেকেনি ভেঙে যায় দুজনের মধ্যে থাকা সম্পর্ক।

এরপরই তিনি জড়িয়ে পড়েন বিখ্যাত অভিনেতা বিনোদ খান্নার সাথে প্রেমের সম্পর্কে। কারণে সেই সময় তিনি বেশ চর্চায় ছিলেন বি-টাউনে।

আসল ব্যাপারটা হল সেই সময় সমস্ত হ্যান্ডসাম অভিনেতাদের মধ্যে অন্যতম অভিনেতা ছিলেন বিনোদ খান্না।

দর্শকরা ছাড়াও অভিনেত্রীরাও তাঁকে কাছে পেতে চাইতেন। কোন দিকে যদিও অমৃতা সিংকে বিনোদ খান্না সেভাবে পাত্তা দেননি।

কিন্তু তাতেও হার মানতে নারাজ অভিনেত্রী। শেষমেষ প্রথমে অভিনেতা সাথে বন্ধুত্ব করে তারপর প্রেমের সম্পর্কে যান অমৃতা সিং।

বিভিন্ন ছবি যেমন ধর্মসংকট, বাটওয়ারা ইত্যাদিতে একত্রে কাজ করেছিলে দুজনে।

সেই সময় যখন দুজনের সম্পর্ক বি-টাউনে চর্চায় ছিল সেটি জানতে পেরে যায় অভিনেত্রীর মা।

মেয়ের এই সম্পর্কের কথা জানতে পেরে মোটেই পছন্দ করেননি মা রুখসানা বেগম। মূল কারণ ছিল দুজনের বয়সের পার্থক্য।

বিনোদ খান্না অমৃতার থেকে প্রায় ১১ বছরের বড় ছিলেন, এছাড়াও তাঁর সাথে নাকি অনেক অভিনেত্রীর সম্পর্কের গুঞ্জন রয়েছে ইন্ডাস্ট্রিতে।

শেষমেষ শুধুমাত্র মায়ের আপত্তির কারণে দুজনের সম্পর্ক ভেঙে যায়। এরপর অবশ্য নিজের চেয়ে ছোট বয়সে অভিনেতাকে বিয়ে করেন অমৃতা।

হ্যাঁ ঠিকই ধরেছেন আপনি সইফ আলি খান। সইফ অমৃতার থেকে প্রায় ১২ বছরের ছোট।

তবে তাতেও শেষমেষ তাঁদের সম্পর্ক টেকেনি দুই সন্তান হওয়ার পরও তাঁদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে শেষ পর্যন্ত।

আরো পড়ুন : ক্রিম বিস্কুট দিয়ে শেষমেশ তৈরি হচ্ছে পকোড়া!! দেদার বিক্রি হচ্ছে এই অভিনব খাবার!!! ভাইরাল ভিডিও

RELATED ARTICLES

৩টি প্রাণহানিকারক ভয়ানক (scariest) অ্যাপস যেগুলি ভুলেও ডাউনলোড করবেন...

ভুলেও এই কয়েকটি প্রাণহানিকারক ভয়ানক (scariest) অ্যাপসগুলি খুলতে যাবেন না বিপদ হতে পারে। ধরুন আপনি...

কি এমন হয়েছিল আমিশা পাটেলের সঙ্গে? ক্যারিয়ার নষ্টের নেপথ্যে...

একুশ শতকের এক সময়ের নামজাদা নায়িকা হয়ে উঠেছিলেন আমিশা পাটেল। ২০০০ সালে 'কহোনা প্যায়ার...

গা ভর্তি কমলালেবু পরে কোমর দোলালেন স্যান্ডি সাহা!! দেখুন...

হামেশাই স্যান্ডি সাহাকে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরণের সমস্ত অদ্ভুত পোশাক পড়ে নাচানাচি করতে। এবারেও...

আপনার কী কাঁধে (shoulders) এবং পিঠে (back) অসংখ্য জনক...

অনেক মানুষের কাঁধে (shoulders) এবং পিঠের (back) কাছে অসংখ্য জনক ডার্ক স্পর্টস (dark spots)...

চাকরি বদলাচ্ছেন? একইসাথে কিন্তু বদলে ফেলতে হবে প্রভিডেন্ট ফান্ডের...

আপনি কী খুব শীঘ্রই আপনার চাকরিটি বদলে (job transfer) ফেলতে চলেছেন? তাহলে কিন্তু আপনাকে...

কী ভাবে জাপানিদের (Japanese) স্কিন (skin) এতো সুন্দর হয়...

জাপানিদের (Japanese) স্কিন (skin) এত সুন্দর হওয়ার পেছনে রয়েছে কিছু স্বাভাবিক জিনিস যা আপনি...