HomeLife styleকরোনা আবহে সেক্সে মজেছে বিশ্ব, জানাচ্ছে সমীক্ষা।

করোনা আবহে সেক্সে মজেছে বিশ্ব, জানাচ্ছে সমীক্ষা।

- Advertisement -

কোন মহামারী প্রবেশ করার ফলে কমেছে বাড়ির ঝগড়া তবে সেই সঙ্গে বেড়েছে যৌনজীবনের সময় সম্প্রতি এক সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে দেখা গিয়েছে প্রাক করণা সময় যে দম্পতি বেশি বেশি করে ঝগড়া করতেন তারা এখন সময় কাটাচ্ছেন সেক্স করে। ২০১৯ সালের শেষের দিকেই চীনের উহান প্রদেশের প্রথম খোঁজ পাওয়া যায় করোনাভাইরাস এর। দ্রুত কয়েক মাসের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে তারপর গোটা বিশ্বে বিভেষিকা রূপ নেয় এই মারণ ভাইরাস।

ভাইরাসের এই বাড়বাড়ন্ত রুখতে লকডাউনের আশ্রয় নেয় বিশ্বের সমস্ত দেশ। তাতে সংক্রমনের প্রকোপ কমেছে বটে, তবে প্রাণহানি কমানো যায়নি। ইদানিং গোটা বিশ্বেই সংক্রমনের প্রকোপ কমেছে তার সাথে সাথে কমেছে প্রাণহানিও। লকডাউন এর ফলে কাজ হারিয়েছেন বহু মানুষ ঘরে এসে বসে আছেন তারা। যারা অফিসে গিয়ে নিয়মিত কাজ করতেন তাঁরা এখন বাড়িতে বসেই কাজ করছেন স্বাভাবিকভাবেই ভেঙে যাওয়া দাম্পত্য সম্পর্কেও এসেছে ভালোবাসার জোয়ার। যার জেরে একান্তে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন নারী-পুরুষ উভয়েই। যারা প্রাক করোনার সময় ঝগড়া অশান্তি তে লিপ্ত থাকতেন সেই দম্পতি এখন দিব্যি সংসার করছেন রসেবসে। প্রত্যাশিতভাবেই উপভোগ করছেন যৌন জীবনের আনন্দ।

আমেরিকার মনমাউথ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দেখেছেন করণা পরিস্থিতিতে মানুষ সেক্স করে বেশি সময় কাটাচ্ছেন তাই নারী-পুরুষের মধ্যে ঝগড়া শান্তি অনেকাংশেই কমে গেছে। সেই কথা সমীক্ষক দলের কাছে নির্দ্বিধায় জানিয়েছেন প্রায় ৭০ শতাংশ দম্পতি। তারা জানিয়েছেন প্রাক করোনা সময় তারা সেক্স করতেন সপ্তাহে একবার বা কোন সপ্তাহে হতোই না, সেখানে করণা পিরিওডে তারা সপ্তাহে গড়ে চারবার করে সেক্স করেছেন। জীবন ভরে উঠেছে আনন্দে। নেই কোন দুঃখ। অনেকেই ফিরে পেয়েছেন পুরনো সংসার গাঢো হয়েছে সম্পর্ক।

আরো পড়ুন : ২১সে জুলাই নেমে আসতে চলেছে পৃথিবীর বুকে বড়োসড়ো প্রাকৃতিক দুর্যোগ!

- Advertisement -

Must Read

এক ঝলকে দেখে নিন ২০২১-এর মহালায়া ও দুর্গা পুজো-র নির্ঘন্ট!

গোটা একটা বছর ধরে করোনার জেরে সমস্ত পুজো আচ্ছা সব বন্ধ হয়ে গিয়েছে। আগের বছরে সেভাবে কোন পুজো আচ্ছা হয়নি। বাঙালি সবথেকে বড় পুজো অর্থাৎ...