Homeceleb lifeএকসময় আর্থিক সঙ্কটে পড়েছিলেন এই অভিনেতা! খরচ বহন করতে কি করতেন তিনি?

একসময় আর্থিক সঙ্কটে পড়েছিলেন এই অভিনেতা! খরচ বহন করতে কি করতেন তিনি?

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -

এক সময় চরম আর্থিক সঙ্কটে-র মুখে পড়েছিলেন এই অভিনেতা।

এই অভিনেতা আর কেউ নয় আমাদের সবার চেনা শাহির শেখ

হ্যাঁ ঠিকই ধরেছেন তিনি হলেন মহাভারত অভিনীত সেই শাহির শেখ।

কি খবর অনুযায়ী জানা গিয়েছে, ২০১২ সালের  ‘নভ্যা… নয়ে দুলহন নয়ে সাওয়াল’ ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকেই,

চরম আর্থিক সঙ্কটে-র মুখে পড়েছিলেন বিখ্যাত এই অভিনেতা শাহির শেখ।

এমনকি জানা গিয়েছে মহাভারত ধারাবাহিকের সুযোগ পাওয়ার আগে বেশ কিছুদিনের জন্য ফটোগ্রাফি পেশার সাথে যুক্ত ছিলেন তিনি।

আমরা সবাই জানি খুব শীঘ্রই হয়ত অঙ্কিতা লোখান্ডে পাশাপাশি ‘পবিত্র রিসতা ২’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে শাহিরকে।

আমাদের সকলের জানা পবিত্র রিসতার কোন পর্বের মানব চরিত্রে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে।

সূত্রের খবর অনুযায়ী আগামী ১৫ই সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে জি৫-এ স্ট্রিমিং হবে এই শো। 

জুমের সাথে হওয়া একটি সাক্ষাৎকারে শাহির শেখ তাঁর কেরিয়ারের প্রথম দিকে আর্থিক সঙ্কটে-র কথা জানিয়েছিলেন।

আর্থিক সংকটের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমি ভালভাবেই জানি নভ্যা এবং মহাভারতের মধ্যে বড় গ্যাপ ছিল।

সেই সময় আমি ফটোগ্রাফিও করেছি।

এই সময় নিজেকে ফটোগ্রাফির পেশায় নিযুক্ত করেছিলাম আমি।’

তিনি আরো জানান, ‘সেই সময় আমি আমার বন্ধুদের জন্য পোর্টফোলিও করতাম।

বেশ কয়েকটি প্রজেক্ট সেই সময় বেশ দেরী হচ্ছিল।

কমপক্ষে আমি এক বছর ধরে শুধুমাত্র অডিশন দিয়েছিলাম এবং ঘুরে বেড়িয়েছিলাম।

সুতরাং আমি মনে করি এটাই ছিল নভ্যা এবং মহাভারতের মধ্যবর্তী পর্ব।’

সম্প্রতি কয়েকদিন আগেই শাহির এবং তাঁর স্ত্রীর রুচিরার কোলে আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান।

শাহির বাবা হয়েছেন কন্যাসন্তানের।

চলতি মাসের সম্প্রতি একটি সাংবাদিক সাক্ষাৎকারে তিনি বলেছেন,

‘আমি আমার সন্তানকে যথেষ্ট পরিমাণে তোল্লা দিতে পারি।

আমি এটাও মনে করি আমি আমার সন্তানের প্রতি কখনোই আমার চিন্তাভাবনাকে বা মতামতকে চাপিয়ে দেব না।’

আরো পড়ুন : ১০ দিনে ১৩টি এই ভুতের সিনেমা দেখলে মিলতে পারে ৯৫ হাজার টাকা!

আরো পড়ুন : আকাশবাণী শান্তিনিকেতনে শুরু হল নিয়োগের প্রক্রিয়া! জমা করুন আবেদন পত্র!

- Advertisement -

Must Read

“বেকড মিহিদানা”, এবারে বাড়িতেই বসে তৈরি করে নিন দোকানের মত এই মিষ্টির স্বাদ!!

খাঁটি বাঙালি মানেই মিষ্টি তার প্রিয় খাদ্য। মাছ থেকে মাংস যত পঞ্চব্যঞ্জন রান্না করে দেওয়া হোক না কেন শেষপাতে বাগানের মিষ্টি চাই। সামনে আসতে...